৯৫০ কেজি ব্যাট!
জানুয়ারি ২৭
১৫:২২ ২০১৫
আর ওজন ৯৫০ কেজি!
ভাবছেন কোনো ডাইনোসরের কথা পড়ছেন৷ তাহলে একদমই ভুল৷ আসলে এখানে কথা হচ্ছে একটা ব্যাটের৷
হ্যাঁ ব্যাট! অবাক লাগলেও সত্যি৷ এত বড় একটা ব্যাটই এবার গিনিস বুকে ঢুকে পড়ার পথে৷
আসন্ন বিশ্বকাপে সংযুক্ত আরব-আমিরাতের দলকে শুভেচ্ছা জানানোর জন্যই সমর্থকদের পক্ষ থেকে এধরনের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে দেশের একটি টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়েছে৷
৩২ মিটার উঁচু এবং চার মিটার চওড়া এই ব্যাটের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রাক্তন পাক পেসার আকিব জাভেদ৷
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন