৪১তম কায়সার
সেপ্টেম্বর ২১
১১:৩৯ ২০১৪
এশিয়ান গেমসে শুটিংয়ে হতাশাজনক ফল করেই চলছে বাংলাদেশ। রোববার পুরুষদের ট্র্যাপ শুটিংয়ে ব্যর্থ হন বাংলাদেশের কায়সার মিয়া।
রোববার ট্র্যাপ শুটিং বাছাইয়ের দ্বিতীয় ও শেষ দিনে ১০১ পয়েন্ট নিয়ে ৪৬ জনের মধ্যে ৪১তম হয়েছেন কায়সার।
আগের দিন ১০ মিটার এয়ার পিস্তলে মেয়েদের দলগত ইভেন্টে বাংলাদেশ ১৪টি দলের মধ্যে ১২তম হয়।
ব্যক্তিগত স্কোরে বাংলাদেশের শুটার আরমিন ৩৩তম, আরদিনা ৪০তম ও সিনথিয়া নাজনিন টুম্পা ৪১তম স্থান পান।
শনিবার মেয়েদের উশুতে ৬০ কেজি ওজন শ্রেণিতে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের কাছে হারেন শারমিন সুলতানা।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন