Sports Bangla

৩৩ বছর পর

৩৩ বছর পর

৩৩ বছর পর
ডিসেম্বর 27
14:41 2014

royal-magnum_big১৯৮১ সাল; মেলবোর্নে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের একটি টেস্ট ম্যাচ। ভারতের ব্যাটিং ইনিংস চলছে এবং ব্যাট করছেন ভারতের তৎকালীন অধিনায়ক সুনীল গাভাস্কার; তার সঙ্গী চেতন চৌহান। হঠাৎ করেই লেগে গেল বিতর্ক। অস্ট্রেলিয়ান পেসার ডেনিশ লিলির একটি ইন কাটার গাভাস্কারের ব্যাটের পাশ ঘেঁষে ধরা পড়ল অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের গ্লাভসে। আউটের আবেদন অস্ট্রেলিয়ানদের; আঙ্গুল তুলে আবেদনে সাড়াও দিয়ে দিলেন আম্পায়ার রেক্স হোয়াইটহেড। সিদ্ধান্ত পছন্দ হয়নি গাভাস্কারের; প্রতিবাদ হিসেবে দীর্ঘ সময় ক্রিজে দাঁড়িয়ে থাকলেন তিনি। কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত বদল না করায় ক্ষোভের প্রচণ্ডতায় নিজের প্যাডে ব্যাট দিয়ে সজোড়ে আঘাত করলেন গাভাস্কার। শুধু তাই নয়, সঙ্গী ব্যাটসম্যান চৌহানকেও তার সঙ্গী হয়ে ক্রিজ ছেড়ে চলে আসতে বললেন তিনি। পরে বাউন্ডারি রোপের কাছে দলের ম্যানজারের হস্তক্ষেপে বিষয়টি তখনকার মতো শান্ত হয়েছিল।

মেলবোর্নে গাভাস্কারের এই আচরণের পর অনেক তর্ক-বিতর্ক হয়েছে; বিষয়টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম লাল কালির বিষয়ও হয়ে রয়েছে। তবে ভারতের ব্যাটিং কিংবদন্তী গাভাস্কার এতদিন এ নিয়ে একদমই নিশ্চুপ ছিলেন। তবে গাভাস্কার এবারে মুখ খুলেছেন। ৩৩ বছর আগের ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। এটাকে ক্যারিয়ারের বড় ভুল হিসেবেই চিহ্নিত করেছেন তিনি। গাভাস্কার বলেছেন, ‘আমার ওই আচরণ করা মোটেও উচিত হয়নি। আউট হই কিংবা নাই হই, আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে এভাবে প্রতিক্রিয়া জানানোটা ঠিক হয়নি।’

FMC-Sports-logo-300x133শনিবার ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব ও ওপেনার সঞ্জয় মাঞ্জেকারের সঙ্গে চা চক্রের এই শো’তে এমন দুঃখ প্রকাশ করেছেন গাভাস্কার। তিনি আরও বলেছেন, ‘ভারতের অধিনায়ক হিসেবে আমার এমন আচরণ করা মোটেও উচিত হয়নি। কোনো ব্যাখ্যাতেই এটাকে সঠিক বলে মনে করতে পারি না আমি। বর্তমান সময়ে যদি এমন আচরণ করতাম তাহলে নিশ্চিতভাবেই জরিমানা গুণতে হতো আমাকে।’

এদিকে, ওই টেস্টে গাভাস্কারের দলেই ছিলেন তরুণ কপিল দেব। শনিবার আলাপচারিতায় তিনি বলেছেন, ‘গাভাস্কারের ওই আচরণ ভুল হোক আর সঠিকই হোক, আমাদের পুরো দলই অধিনায়কের সমর্থনে ছিল। এই মুহূর্তে হয়তো আচরণটিকে ভুল বলে মনে হতে পারে, কিন্তু ওই মুহূর্তে ওটাই সঠিক আচরণ ছিল।’

Ambia all

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

অক্টোবর ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১