২০১৯ পর্যন্ত চেলসির কোচ ‘স্পেশাল ওয়ান’
দ্বিতীয়বারের মতো চেলসির দায়িত্ব নেয়ার দ্বিতীয় বছরেই দলকে লিগ ও কাপ শিরোপা উপহার দেন কোচ হোসে মরিনহো। ‘স্পেশাল ওয়ান’কে দলে ধরে রাখার ব্যাপারে তাই বেশ তৎপর দেখাচ্ছিল চেলসিকে। যেই ভাবা সেই কাজ। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছেন স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। শুক্রবার মরিনহো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চার বছরের চুক্তিতে আবদ্ধ হলেন। এই চুক্তি অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত তিনি ‘ব্লুজ’দের সঙ্গেই থাকবেন।
গত মৌসুমে হোসে মরিনহোর অধীনে প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে চেলসি। পাশাপাশি লিগ কাপের শিরোপাও ঘরে তুলে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। এর আগে প্রথম মেয়াদে তিন বছর চেলসিকে কোচিং করানোর সময়ও বেশ সাফল্য অর্জন করেন ৫২ বছর বয়সী এই কোচ।
শনিবার নতুন মৌসুম হতে যাচ্ছে। তার আগের দিনই চেলসির পক্ষ থেকে মরিনহোর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। চেলসির সঙ্গে আরো চার বছর চুক্তিবদ্ধ হতে পেরে বেশ খুশি এই ‘স্পেশাল ওয়ান’।
মরিনহো বলেন, ‘যদি ক্লাব (আমাকে রেখে) সন্তুষ্ট হয়, তবে আমিও আনন্দিত। আমি মনে করি, নতুন করে চুক্তিবদ্ধ হওয়াটা সাধারণ ব্যাপার। এটি গুরুত্বপূর্ণ যে আমরা আরো কয়েক বছর কাজ চালিয়ে যেতে পারবো। দর্শক-সমর্থক, খেলোয়াড় ও ক্লাবের জন্য আমরা আরো সাফল্য বয়ে আনতে পারবো বলে বিশ্বাস রাখি।’
দ্বিতীয় মেয়াদে চেলসি ফেরা নিয়ে তার মন্তব্য, ‘আমি যখন এখানে ফিরেছি তখন বলেছিলাম যে এই ক্লাবের জন্য আমার বিশেষ এক অনুভূতি রয়েছে এবং এটির কখনো পরিবর্তন ঘটবে না।’
সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়েরার বিবিসি রেডিও-৫ কে বলেন, ‘তিনি সেরা কোচ। আমাদের তিনি সেরা দলে পরিণত করেছেন। যদি মরিনহো শীর্ষ চার দলের মধ্য হতে কোনো দলের দায়িত্ব নেয় তবে আমি তাদেরই শিরোপা জয়ের জন্য ফেবারিটের তালিকায় রাখবো।’
প্রসঙ্গত, ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে দ্বিতীয় মেয়াদে চেলসির কোচ হয়ে স্ট্যামফোর্ড ব্রিজে আসেন মরিনহো। ৫২ বছর বয়সী এই পর্তুগিজ কোচ এর আগে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চেলসির হয়ে কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনে ২০০৫ ও ২০০৬ সালে টানা প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ‘ব্লুজ’রা।