Sports Bangla

হ্যাটট্রিক ভিলিয়ার্সের

হ্যাটট্রিক ভিলিয়ার্সের

হ্যাটট্রিক ভিলিয়ার্সের
জুন ০৪
১১:২৯ ২০১৫

ambiagroupনা, মাঠের খেলায় হ্যাটট্রিক করেন নি এবি ডি ভিলিয়ার্স। তিনি হ্যাটট্রিক করেছেন পুরস্কারের মঞ্চে। টানা তৃতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার ‘বর্ষসেরা ক্রিকেটারদের ক্রিকেটার’ পদক জিতেছেন তিনি। শুধু তাই নয়, টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরস্কারও জিতে নিয়েছেন দেশটির জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক।

বুধবার রাতে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড (সিএসএ)। গত এক বছরে দুর্দান্ত সব পারফরম্যান্সের সুবাদে ভিলিয়ার্সের ঝুলিতে গেছে মোট ৫টি পদক। ‘বর্ষসেরা ক্রিকেটার’ ও ‘বর্ষসেরা ক্রিকেটারদের ক্রিকেটার’ পদক দুটি ছাড়াও ভিলিয়ার্স জিতেছেন দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকান ফ্যানস অব দ্য ইয়ার এবং ‘সো গুড অ্যাওয়ার্ড’ নামক পদক ৩টি। এর মধ্যে শেষ পদকটি তিনি জিতেছেন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার স্বীকৃতি হিসেবে। ২০১৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন ভিলিয়ার্স।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পদক জিতেছেন দেশটির কৃতী ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলা। বর্ষসেরা টোয়েন্টি২০ ক্রিকেটারের পদক জিতেছেন মোরনে ভ্যান উইক। পেসার ডেল স্টেইন জিতেছেন ‘ডেলিভারি অব দ্য ইয়ার’ পদক। এ ছাড়া রিলি রসাউ বছরের সেরা নবাগত ক্রিকেটারের এবং সাবনিম ইসমাইল বর্ষসেরা নারী ক্রিকেটারের পদক জিতেছেন।

Kwality

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২০
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০