হিটলারের সঙ্গে মেরি!
হংকংয়ের মাদাম তুসো মিউজিয়ামে গিয়েছিলেন ভারতের বক্সার মেরি কম৷ সেখানে গিয়ে হিটলারের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুললেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার৷ সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতেই বিতর্কের ঝড় উঠে গেল৷
মেরির সঙ্গে হিটলারের সেই ছবি ৪৬ হাজারের উপর মানুষ দেখে নিয়েছেন৷ ১৭৬টি শেয়ারও হয়েছে৷মেরির অধিকাংশ ফ্যানেরাই তাকে অনুরোধ করেছেন সেই ছবি ফেসবুক থেকে তুলে নেওয়ার জন্য৷ যদিও এখনও পর্যন্ত ছবিটি সরাননি মেরি৷ ২০০-র উপর কমেন্ট পড়েছে এই পোস্টে৷
লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ জয়ীকে উদ্দেশ করে একজন লেখেন,‘ হিটলারের পাশে দাঁড়িয়ে আপনি কি গর্ব বোধ করছেন? আমি চাইব আপনি ছবিটি মুছে ফেলুন৷ জার্মানরা আপনাকে ঘৃণা করবে এটা দেখার পর৷
আর একজন লিখলেন,‘ গণহত্যার খুনির পাশে দাঁড়িয়ে ছবি তোলাটা মোটেই গর্বের নয়৷’
কেউ আবার লিখলেন,‘ আপনি বিশ্বচ্যাম্পিয়ন৷ ভারতের কিংবদন্তি৷ আমার বিশ্বাস আপনি এটা কোনো খারাপ উদ্দেশ্যে পোস্ট করেননি৷ কিন্তু অনেক সময় এ ধরণের ছবি মানুষকে কষ্ট দিতে পারে৷ পরেরবার থেকে সতর্ক থাকবেন৷’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন