Sports Bangla

হিউজের বাড়ি থেকে ক্রিকেট বিতাড়িত!

হিউজের বাড়ি থেকে ক্রিকেট বিতাড়িত!

হিউজের বাড়ি থেকে ক্রিকেট বিতাড়িত!
জানুয়ারি ২৬
০৭:৩০ ২০১৫

royal-magnum_bigসিডনি থেকে ঘণ্টা তিনেকের দূরত্বে ছিমছাম, শান্ত শহরতলির বাড়িটার চারপাশে জীবন চলছে নিজের ছন্দে। বাড়িটার ভেতরে অবশ্য অন্য ছবি। এখানে জীবন যেন থমকে গিয়েছে। সাজানো গোছানো ড্রয়িংরুম। একটা ক্যাবিনেটে পরপর রাখা ট্রফি, পদক, নানান পুরস্কার।

ট্রফির মালিক, বাড়ির ছোট ছেলে ফিল। যার অস্তিত্ব এখন রক্তমাংসের নয়, ছবির ছোট্ট ফ্রেমে সীমাবদ্ধ! আর যাকে চিরবিদায় জানানোর সঙ্গে সঙ্গে তার প্রেমকেও নিজেদের জীবন থেকে সরিয়ে দিয়েছে তার পরিবার। ফিলিপ জোয়েল হিউজের বাড়ি থেকে ক্রিকেট চিরতরে বিতাড়িত!

ছেলে যখন বেঁচে ছিলেন, ক্রিকেট মাঠে নিয়মিত যাতায়াত ছিল ফিলিপ হিউজের মা-বাবা-ভাই-বোনের। ২৫ নভেম্বর সিডনির সেই ম্যাচেও মাঠে ছিলেন হিউজের মা, বোন। আর এখন বাইশ গজের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চান না তারা। মাঠে যাওয়া তো দূরের কথা, হিউজদের টিভিতেও ক্রিকেট নিষিদ্ধ। দেখলেন, পুত্রশোকের অতলস্পর্শী গহ্বরে এখনও হোঁচট খেতে খেতে ঘুরে বেড়াচ্ছেন গ্রেগ হিউজ। আবিষ্কার করলেন ভাইকে ক্রিকেটের সঙ্গে প্রথম আলাপ করিয়ে দেওয়া জেসন হিউজ, যিনি নিজেও ক্রিকেটটা খেলতেন, এখন আর মাঠমুখো হন না।

Ambia all

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

এপ্রিল ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০