Sports Bangla

স্বাস্থ্য সেবার ‘লাইফ এন্ড হেলথ’

স্বাস্থ্য সেবার ‘লাইফ এন্ড হেলথ’

স্বাস্থ্য সেবার ‘লাইফ এন্ড হেলথ’
অক্টোবর 14
10:27 2015

Kwality (1)স্বাস্থ্যসেবায় যেকোনো পর্যায়ে প্রত্যেক রোগীর বর্তমান ও অতীত স্বাস্থ্য তথ্য সঠিক ও সুন্দরভাবে লিপিবদ্ধ রাখা এবং বিশেষায়িত সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে শুরু হলো লাইফ এন্ড হেলথ-এর কার্যক্রম। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ব্যাংকক হসপিটাল মেডিকেল সেন্টারের এফিলিয়েটেড প্রতিষ্ঠান ‘লাইফ এন্ড হেলথ’-এর চেয়ারম্যান ও ব্যাংকক হসপিটাল, ব্যাংকক থাইল্যান্ড-এর বিশিষ্ট চিকিৎসক ডা. শক্তি রঞ্জন পাল লাইফ এন্ড হেলথ-এর সেবা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাংবাদিকদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন ১৪ অক্টোবর বুধবার দুপুরে।

এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ‘লাইফ এন্ড হেলথ’-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. নীলাঞ্জন সেন এবং ব্যাংকক হসপিটাল ও ‘লাইফ এন্ড হেলথ’-এর চট্টগ্রাম অফিস প্রধান ডা. তানভীর হাবিব।

Explore1লাইফ এন্ড হেলথ স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি অনন্য সাধারণ প্রকল্প যা সুস্থ জীবনযাপনের মানোন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সংক্রান্ত সকল তথ্য প্রতিনিয়ত সংগ্রহের মাধ্যমে নিয়মিত ও জরুরি স্বাস্থ্যপরিষেবা নিশ্চিত করে। লাইফ এন্ড হেলথ বাংলাদেশে এ ধরনের একমাত্র প্রকল্প। ডা. শক্তি রঞ্জন পাল লাইফ এন্ড হেলথ-এর সেবা সম্পর্কে বলেন, ‘লাইফ এন্ড হেলথ-এর নিয়মিত সেবাগুলো হলো ১. হেলথ প্রোফাইল তৈরি ও পর্যালোচনা, ২. হেলথ প্রোফাইল আপডেট করা, ৩. গুরুতর রোগী স্থানান্তর (এয়ার এম্বুলেন্স ও হেলি এম্বুলেন্স), ৪. টেলিমেডিসিন, ৫. ই-মেডিসিন, ৬. স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও তথ্য বিনিময়।’

ডা. শক্তি রঞ্জন পাল আরো বলেন, ‘লাইফ এন্ড হেলথ এমন এক প্রকল্প যা আমাদের সেবা গ্রহীতার হেলথ প্রোফাইল তৈরি করে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ, রোগ প্রতিরোধ এবং সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করে।’

হেলথ প্রোফাইল তৈরির গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার যেকোনো পর্যায়ে প্রত্যেক রোগীর বর্তমান ও অতীত স্বাস্থ্য তথ্য সঠিক সুন্দরভাবে লিপিবদ্ধ থাকা জরুরি। এর অভাবে রোগী ও চিকিৎসক উভয়ে চিকিৎসা সেবা গ্রহণ ও প্রদানে জটিলতার সম্মুখীন হন যা উভয়পক্ষের অসন্তুষ্টির কারণ ঘটায়। লাইফ এন্ড হেলথ সামগ্রিক প্রতিরোধমূলক, নিরাময়মূলক এবং পুনর্বাসনমূলক চিকিৎসাসেবা গ্রহণে গ্রাহককে সহায়তা করছে।’

লাইফ এন্ড হেলথ-এর চেয়ারম্যান ডা. শক্তি রঞ্জন পাল বলেন, ‘বাংলাদেশে হেলথ প্রোফাইল তৈরির কাজ শুরু করেছে লাইফ এন্ড হেলথ যা সাধারণ মানুষের স্বাস্থ্য তথ্য সবসময় সঠিক ও সুন্দরভাবে লিপিবদ্ধ রাখে।’

লাইফ এন্ড হেলথ-এর নিয়মিত সেবাগুলোর অন্যতম হলো গুরুতর রোগী স্থানান্তর অর্থাৎ এয়ার এম্বুলেন্স ও হেলি এম্বুলেন্সের মাধ্যমে রোগীকে উন্নত চিকিৎসা সেবা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা। এছাড়া এর মাধ্যমে ই-মেডিসিন ও টেলিমেডিসিনের মাধ্যমে ব্যাংকক হসপিটালের চিকিৎসকদের সেবা দেশবাসীকে প্রদান করা হচ্ছে।

Ambia 1

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১