স্পেশাল অলিম্পিকে পারুলের স্বর্ণ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিক গেমসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের পারুল আক্তার। মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইলে এই পদক জয় করেছেন তিনি। পারুলের এই স্বর্ণপদকটির পাশাপাশি বাংলাদেশের ভাণ্ডারে জমা পড়েছে একটি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক। ছেলেদের ২৫ মিটার ব্যাকস্ট্রোকে রৌপ্য জিতেছেন বাংলাদেশ দলের মোহাম্মদ শাহিন। অন্যদিকে ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে আরিফ রোহান এবং মেয়েদের ২৫ মিটার ব্রেস্টস্ট্রোকে মুন্নি আক্তার ব্রোঞ্জ জিতেছেন।
উল্লেখ্য, ২৫ জুলাই থেকে শুরু হয়েছে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসের ১৪তম সংস্করণ। বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত এই ক্রীড়া আসরে এবার অংশ নিয়েছে ১৭৭টি দেশের প্রায় ৭ হাজার প্রতিযোগী।
বাংলাদেশের দলটিতে রয়েছে ৫৭ জন খেলোয়াড় ও ২০ জন কোচ। আসরে মোট ২৫টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নেবে ৬টিতে; অ্যাকুয়াটিকস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বচ্চি, ফুটবল ও টেবিল টেনিস। আসরটি শেষ হবে আগামী ২ আগস্ট।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন