স্টেডিয়ামে এম এ আজিজের ভাস্কর্য উন্মোচন
১৯৫৫ সালে নির্মাণকাজ শুরুর পর ১৯৭৭ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নিয়াজ স্টেডিয়াম যা পরবর্তীতে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নামকরণ করা হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে এসে এর নামকরণ করা হয় সাবেক এমএনএ জননেতা এম এ আজিজ এর নামানুসারে এম এ আজিজ স্টেডিয়ামে। নামকরণের পর দীর্ঘ প্রায় ১৭ বছর পর গতকাল স্টেডিয়ামের প্রধান ফটকে এম এ আজিজের ভাস্কর্য উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ আ জ ম নাছির উদ্দীন। ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মরহুম এম এ আজিজের জ্যেষ্ঠ কন্যা মোছাম্মৎ বিলকিস বানু। সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশরের উপস্থাপনায় অনুষ্ঠানে মরহুম এম এ আজিজের অনন্য কীর্তি তুলে ধরে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ আলী আব্বাস এবং সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আল্লামা মো. ইকবাল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, এ কে এম আবদুল হান্নান আকবর, জি এম হাসান, মো. মশিউর রহমান চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, এবিএম মাহবুবুল আলম, মরহুম এম এ আজিজের মেজ মেয়ে নার্গিস বানু, ছোট মেয়ে সুলতানা আকতার বানু, চতুর্থ ছেলে মহানগর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন খালেদ বাহার, ৬ষ্ঠ ছেলে শহিদ উদ্দীন জাহেদ, ৭ম ছেলে আবু হেনা মোস্তাফা আজিজ, নাতি দানিয়েল আজিজ ও নাতনি তাইজিন তাহেরা আজিজ উপস্থিত ছিলেন।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন