Sports Bangla

সে-ই সর্বকালের সেরা

সে-ই সর্বকালের সেরা

সে-ই সর্বকালের সেরা
মে 13
07:36 2015

isabela (2)গার্দিওলা লিওনেল মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড়ের উপাধি দিয়ে জানান, মেসি-যুগে বাস করায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। এসময় তিনি মেসিকে ফুটবল কিংবদন্তী পেলের সঙ্গে তুলনা করেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। তবে প্রথম লেগে ন্যু-ক্যাম্পে বার্সার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ায় বার্লিনের ফাইনাল থেকে ছিটকে পড়ে পেপ গার্দিওলার বায়ার্ন।

মঙ্গলবার বায়ার্ন সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর সংবাদ সম্মেলনে এসে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেন পেপ গার্দিওলা। মেসির কোচ হয়ে বার্সায় বেশ কিছু বছর কাটানোয় নিজেকে ভাগ্যবান মনে করেন এই স্প্যানিশ। গার্দিওলা বলেন, ‘মেসি এখানে ফিরে আসায় আমি আনন্দিত। সে অসাধারণ, অতুলনীয়। আমি সেখানে থাকাকালীনই সে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছে। সে-ই সর্বকালের সেরা এবং আমরা ভাগ্যবান যে তার যুগে বসবাস করছি। আমি শুধু তাকে পেলের সঙ্গে তুলনা করতে পারি। তার সঙ্গে কিছু বছর কাটাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

Kwality (1)নিজেদের মাঠে মুখরক্ষার জয়ে সন্তুষ্ট বায়ার্ন কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। ন্যু-ক্যাম্পে প্রথম লেগে আমাদের এমন পারফরম্যান্স দরকার ছিল তবে সেটি আমরা পারিনি।’

বার্সার কাছে হেরে ছিটকে পড়লেও সাবেক ক্লাবকে অভিনন্দন জানাতে ভুল করেননি গার্দিওলা। তিনি বলেন, ‘বার্সাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তারা বার্লিনে পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করবে।’

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মেসির জাদুকরি পারফরম্যান্সের কাছেই হার মানে বায়ার্ন মিউনিখ। ৭৬ মিনিট পর্যন্ত গোলশুন্য ড্র থাকা ম্যাচে ৪ মিনিটের ব্যবধানে ২ গোল করে বায়ার্নকে ফাইনাল থেকে দূরে ঠেলে দেন মেসি। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি নেইমারের গোলে অ্যাসিস্ট করেন এলএম টেন। মূলত প্রথম লেগে মেসির পারফরম্যান্সই বার্সাকে বার্লিনের ফাইনালে তুলে দেয়।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১