Sports Bangla

সেরা পুরস্কার মামুনুল-সাবিনার

সেরা পুরস্কার মামুনুল-সাবিনার

সেরা পুরস্কার মামুনুল-সাবিনার
মে 23
20:22 2015

Kwality (1)সাবেক-বর্তমান তারকা সব ফুটবলারদের মিলন মেলা যেন বসেছিল শনিবার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে। যেখানে অনুষ্ঠিত হয় বাফুফে অ্যাওয়ার্ড নাইটস ২০১৫। সর্বশেষ এই অ্যাওয়ার্ড নাইটস হয়েছিল ২০০৯ সালে। এরপর দীর্ঘ ছয় বছর পর বেশ জমকালোভাবেই শেষ হয়েছে বাফুফে অ্যাওয়ার্ড নাইটস।

সবাই উপস্থিত থাকলেও এই অনুষ্ঠানে থাকতে পারেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ব্যক্তিগত কারণে দেশের বাইরে রয়েছেন তিনি। ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০১৩-১৪ মৌসুমে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা পুরুষ, মহিলা ও উদীয়মান সেরা ফুটবলারদের পুরস্কৃত করার পাশাপাশি ২০০৯’-১০ থেকে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার ফুটবল, চ্যাম্পিয়নশিপ লীগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ ফুটবল লীগের সব চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল, ২০১৪ পাইওনিয়ার ফুটবলের তৃতীয় স্থান অর্জনকারী দলকে, ২০০৯, ২০১০ ও ২০১৩ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ তিন গোলদাতাকে (দেশীয়) সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।

ambia flat২০১৩-১৪ মৌসুমের সেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মিডফিল্ডার মামুনুল ইসলাম। এছাড়া সেরা নারী ফুটবলার ঢাকা মোহামেডানের ফরোয়ার্ড সাবিনা খাতুন, সেরা উদীয়মান পুরুষ ফুটবলার ঢাকা মোহামেডানের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সেরা উদীয়মান নারী ফুটবলার ময়মনসিংহের সানজিদা আক্তার। এছাড়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান এনামুল হক (২০০৯), মিঠুন চৌধুরী (২০১০) এবং ওয়াহেদ আহমেদ (২০১৩)।

পুরস্কার প্রদানের ফাকে ফাকে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন শিল্পী আঁখি আলমগীর, আরেফিন রুমী, কর্নিয়া, সাজিদ ওয়াজেদ। এছাড়া নৃত্য পরিবেশন করেন নিটল শিল্পগোষ্ঠী। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য শেখ মোঃ মারুফ হাসান, সত্যজিৎ দাস রূপু, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, বাফুফে সহ-সভাপতি বাদল রায়সহ আরও অনেকে।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

অক্টোবর ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১