সুস্থ হতে তিন বছর!
অক্টোবর ২৪
০৭:০৪ ২০১৪
গত মাসেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মাইকেল শ্যুমাখার৷ সাবেক ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের বাসভবনে বানানো অত্যাধুনিক মেডিক্যাল সেন্টারেই চলছে তার চিকিৎসা৷ শেষ ছয় মাস ধরে শ্যুমাখারের চিকিৎসা করছেন ডাক্তার জাঁ ফ্রান্সিস৷
জাঁ ফ্রান্সিস জানিয়েছেন, “শ্যুমাখার এখন আর কোমাতে নেই৷ খুব ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে৷ এভাবে চিকিৎসায় সাড়া দিতে থাকলে তিন বছরের মধ্যেই সে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠবেন৷ তবে আমাদের ধৈর্য্য ধরতে হবে৷ শ্যুমাখারের ব্যাপারটা আর বাকি পাঁচজনের মতো নয়৷ তাই আমাদের সময় দিতেই হবে৷”
প্রসঙ্গত, আল্পস পর্বতে স্কি করতে গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন শ্যুমাখার৷ এরপরেই কোমায় চলে যান তিনি৷ চলতি বছরের জুন মাস থেকেই চিকিৎসা চলছে জার্মান এই ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের৷
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন