Sports Bangla

সিরিজ বাতিল করলে শাস্তি!

সিরিজ বাতিল করলে শাস্তি!

সিরিজ বাতিল করলে শাস্তি!
নভেম্বর ১০
০৮:১০ ২০১৪

ambiagroupনিজ দেশের বোর্ডের সঙ্গে ঝামেলা পর সিরিজ বাতিল করে ক্লাবের হয়ে খেলতে চলে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। এতে আন্তর্জাতিক ক্রিকেটের বারোটা বাজলেও পকেট ভারী হচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের।

ব্রাভো,স্যামুয়েলসদের এই নীতি আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিপদের মুখে দাঁড় করিয়েছে। যদিও এই নীতিই শেষ অবধি আইসিসির ঘুম ভাঙল। আইসিসি এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বোর্ডের চুক্তি ভেঙে কোনও ক্রিকেটার আন্তর্জাতিক সিরিজ বাতিল করলে তাদের শাস্তি দেয়া হবে।

শাস্তি হিসাবে সেইসব ক্রিকেটারদের ক্লাব/কাউন্টি/ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করা হবে। অর্থাৎ, এই নিয়ম কার্যকর হলে ভারতের বিরুদ্ধে সিরিজ বাতিল করে দেশে ফেরায় গেইল, ব্রাভো,সামি, পোলার্ডরা আইপিএল খেলতে পারবেন না, সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তাদের সব চুক্তি বাতিল হবে ।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

নভেম্বর ২০২০
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০