Sports Bangla

সিজেকেএস স্কুল হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু

সিজেকেএস স্কুল হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু

সিজেকেএস স্কুল হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু
মে 05
13:20 2014

চট্টগ্রামের হ্যান্ডবল খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৪৭ জন (স্কুল ছাত্র) হ্যান্ডবল খেলোয়াড় নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ৫ মে থেকে শুরু হয়েছে হ্যান্ডবল প্রশিক্ষণ। সোমবার বিকালে নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সিজেকেএস স্কুল হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দেবব্রত দাশ, সিজেসেএক নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর, সিজেসেএক নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রাম থেকে নতুন হ্যান্ডবল খেলোয়াড়রা বাংলাদেশের হ্যান্ডবলকে আরো সমৃদ্ধ করবে। সেই সাথে জাতীয় পর্যায়ে প্রশিক্ষিত এ খেলোয়াড়রা চট্টগ্রামের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।’
হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান এবিএম খালেদুজ্জামান দাদুল, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, হ্যান্ডবল কমিটির সদস্য মাকসুদুর রহমান বুলবুল, নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হক পাটোওয়ারী ও ইত্তেফাক পত্রিকার সিনিয়র ক্রীড়া প্রতিবেদক জাকির হোসেন লুলু প্রমুখ। কোচ হিসেবে হায়দার আলী ও সুমন দাশ উক্ত প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করবেন। নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে চার দিন প্রশিক্ষণ শেষে বাছাইকৃত খেলোয়াড়কে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১