সিজেকেএস জেলা ব্যাডমিন্টনের সমাপনি কাল
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও এস.এ. গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস জিমন্যাশিয়াম হলে চলমান সিজেকেএস আলহাজ্জ্ব সামশুল আলম স্মৃতি জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৪ আগামীকাল শেষ হবে।
পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে ফাইনাল খেলা শেষে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মেজবাহ উদ্দীন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এস.এ. গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান এম শাহাবুদ্দীন আলম।
এতে সিজেকেএস কার্যনির্বাহী কমিটির সদস্য, কাউন্সিলর, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, ক্রীড়ামোদী ও সংশি¬ষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক জাহেদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
আজ এ চ্যাম্পিয়নশীপের মোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়। মহিলা এককে সাফিয়া ২-০ সেটে আয়মানকে এবং পুতুল ২-০ সেটে তানিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে জাবেদ ২-০ সেটে শামীমকে, সিবগাত ২-০ সেটে আদনকে, আসাদ ২-০ সেটে আলমকে, রিমন ২-১ সেটে মাইনুলকে পরাজিত করে সেমি ফাইনাল নিশ্চিত করে।
পুরুষ দ্বৈতে জাবেদ-আলম জুটি ২-১ সেটে জামশেদ-আসিফ জুটিকে, জয়নাল-সাজ্জাদ জুটি ২-০ সেটে রিমন-রিয়াদ জুটিকে, আসাদ-নুরুল হক জুটি ২-০ সেটে শামিম-বাদশা জুটিকে এবং মাইনুল-সিবগাত জুটি ২-০ সেটে সোহেল-ইমরান জুটিকে পরাজিত করে সেমি ফাইনাল নিশ্চিত করে।
মহিলা দ্বৈতের সেমিফাইনালে আইমান-তিষি জুটি প্রমি-ফাতেমা জুটিকে এবং ডালিয়া-তানিয়া জুটি লিমা-লাবিবা জুটিকে সরাসরি সেটে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ পুরুষ এককের সেমি ফাইনালের প্রথম খেলায় সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আসাদ ২-১ সেটে আরেক সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন রিমনকে এবং একই ব্যবধানে অপর সেমি ফাইনালে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জাবেদ উদীয়মান তরুণ চট্টগ্রামের অনুর্ধ ১৬ চ্যাম্পিয়ন সিবগাত কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন