সাম্বা গোল্ড ট্রফি
এপ্রিল ০১
০৩:০৬ ২০১৫
বিদেশের মাটিতে সেরা ব্রাজিলিয়ান ফুটবলারের খেতাব জিতলেন বার্সেলোনার ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র। মঙ্গলবার তার হাতে তুলে দেওয়া হয়েছে ‘সাম্বা গোল্ড’ নামক ট্রফিটি।
এই ট্রফির জয়ের পথে নেইমার পেয়েছেন ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের জোয়াও মিরান্ডা এবং তুরস্কের ক্লাব গ্লাতাসারের ফিলিপ মেলো। তারা প্রত্যেকেই ১৬ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, বিদেশের বিভিন্ন লিগে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে প্রতিবছর একজন সেরা ফুটবলারকে ২০০৮ সাল থেকে সাম্বা গোল্ড ট্রফি প্রদান করে আসছে ফরাসী সংগঠন সাম্বাফুট। গত ৩ বছরে টানা এই পদক জিতেছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের হয়ে খেলা থিয়াগো সিলভা।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন