Sports Bangla

সাকিবের সেঞ্চুরি!

সাকিবের সেঞ্চুরি!

সাকিবের সেঞ্চুরি!
জুন ১২
০৭:৩২ ২০১৫

Explore1ঘরের মাঠে সাদা পোশাকে সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। তবে সেঞ্চুরি ব্যাটসম্যান হিসেবে নয়, করেছেন বোলার হিসেবে। ভারতের বিপক্ষে চলতি টেস্ট শুরু করার আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৯৯। শুক্রবার ফতুল্লা টেস্টর তৃতীয় দিনের প্রথম সেশনে শেখর ধাওয়ানকে রির্টান ক্যাচে বিদায় করে ঘরের মাঠে শততম উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ঘরের মাঠে শতমত উইকেট তুলে নিয়ে সাকিব ইংল্যান্ডের ডমিনিক ক্রক, অস্ট্রেলিয়ার বিল জনস্টন এবং ভারতের প্রজ্ঞান ওঝার সঙ্গে একই অবস্থানে রয়েছেন। অবশ্য ঘরের মাঠে সবচেয়ে বেশি ৪৯৩ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরনের। তিনি ৭৩ ম্যাচ খেলে এই অর্জন করেছেন। ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট দখলের তালিকায় ভারতেরই ৩ জন বোলার রয়েছেন।

ambiagroupম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। এর আগে প্রথম দিন শেখর ধাওয়ান ১৫০ রানে অপরাজিত ছিলেন। তার অনবদ্য ইনিংসের উপর ভর করে ভারতীয় দল প্রথম দিনেই রান রেট বাড়িয়ে নিয়েছিল। তৃতীয় দিন সকালে মাঠে নেমে ২৩ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন তিনি।

ধাওয়ানকে সাজঘরে ফিরিয়ে সাকিব তার দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন রোহিত শর্মাকে ক্লিন বোল্ড করে। রোহিত শর্মা ৯ বলে এক চারে ৬ রান করে সাজঘরে ফিরেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব ঘরের মাঠে ১০১ উইকেট পকেটে পুরতে সক্ষম হয়েছেন।

সাকিবের সামনে সুযোগ ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেই এই মাইলফলকে পৌঁছানোর। কিন্তু ২ টেস্টে বল হাতে সফল না হওয়ায় চলতি ভারত সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে। সাকিব ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারের এই অর্জন নেই।

শুধু বোলার হিসেবেই নয়। এই টেস্টেই সাকিব আরও একটি মাইলফলকে পৌঁছাতে যাচ্ছেন। এবার ব্যাটসম্যান হিসেবে সাকিব ২০০০ রানের মাইলফলকের সামনে। এক্ষেত্রে সাকিবের প্রয়োজন মাত্র ৫ রান। বাংলাদেশের ইনিংসের সময় হয়তো এই মাইলফলকে পৌঁছে যাবেন তিনি। ২ সেঞ্চুরি এবং ১৪ হাফসেঞ্চুরিতে সাকিবের বর্তমান রান সংখ্যা ১৯৯৫। তার পেছনেই আছেন তামিম ইকবাল। তার রান সংখ্যা ১৮৭৮।

Kwality

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

অক্টোবর ২০২০
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১