সাকিবকে পাশে চান মাশরাফি
টেস্টে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডেতেও ভক্তদের প্রত্যাশা একটু বেশিই থাকবে সাকিবের কাছে। দলের অধিনায়ক হিসেবে মাশরাফি শুধু সাকিবের কাছেই প্রত্যাশা করেননি পুরো দলের কা্ছেই তার চাওয়া তুলে ধরেছেন। আসলে ওয়ানডে সিরিজেও সাকিবকে পাশে চাইছেন তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘সাকিবের একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয়। সাকিবকে সহযোগিতার জন্য অন্যদেরও পারফর্ম করতে হবে।’
সাকিব টেস্টের সেরা পারফরমার ছিলেন। শুক্রবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এই সিরিজে অধিনায়ক হিসেবে সাকিবের কাছে কি প্রত্যাশা থাকবে এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘একজন অধিনায়ক হিসেবে শুধু সাকিবের কাছে নয়, দলের প্রত্যেক খেলোয়াড়ের কাছেই আমার প্রত্যাশা থাকবে। সাকিব একা হয়ত ম্যাচ জিতাতে পারবে না। অনেক কিছু করে দিতে পারবে। কিন্তু তার সহযোগিতায় অনেককে থাকতে হবে। আমি অবশ্যই মনে করি পুরো দলটাকে ভাল খেলতে হবে। প্রত্যেকটি দলে একটা-দুটা ব্যতিক্রমী খেলোয়াড় থাকে যারা দলের মূল খেলোয়াড়। এটা সবাই জানে সাকিব বাংলাদেশের টপ খেলোয়াড়। তার কাছ থেকে আমি কেন বাংলাদেশের সবাই প্রত্যশা করে। আমার মনে হয় সাকিবও সেটা ভালই জানে।’
বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত, জুবায়ের হোসেন এবং শফিউল ইসলাম।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন