সাংবাদিকদের ফুটবল উৎসবের সমাপ্তি
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত বিএসজেএ-অনুপ বিশ্বাস মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হল আজ। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে বিএসজেএ-অনুপ বিশ্বাস মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের টাইব্রেকারে বদরুল হুদা চৌধুরী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওসমানুল হক একাদশ। চ্যাম্পিয়ন দলের গোলক্ষক বাবুন পাল টাইব্রেকারে শট ঠেকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। আর রানার্সআপ দলের সুমন গোস্বামী টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার জিতেন।
খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) চট্টগ্রামের সভাপতি শাহনেওয়াজ রিটনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট উপ কমিটির আহবায়ক দেবাশীষ বড়ুয়া দেবু। স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতে এইরকম টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার কথা উল্লেখ করেন।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) চট্টগ্রামের সহ-সভাপতি তমাল চৌধুরী ও বর্তমান সাধারণ সম্পাদক রুবেল খান।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী অংশ নেয়। মোট আটটি দলে বিভক্ত হয়ে শতাধিখ সাংবাদিকরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দলগুলোর নামকরণ করা হয়েছে শ্রদ্ধেয় প্রয়াত আটজন সাংবাদিকের নামে। এরমধ্যে বিএসজেএ চট্টগ্রামের প্রথম সভাপতি রেজাউল হক বাচ্চুর নামও রয়েছে। আটটি দলের নামগুলো হচ্ছে- রেজাউল হক বাচ্চু একাদশ, আকতান্নবী একাদশ, নজির আহমদ একাদশ, সেকান্দর হোসেন একাদশ, মোঃ বেলাল একাদশ, আ জ ম ওমর একাদশ, ওসমানুল হক একাদশ ও বদরুল হুদা চৌধুরী একাদশ। কর্মব্যস্ত সাংবাদিকদের নির্মল বিনোদনের প্রয়াসে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বিএসজেএ চট্টগ্রাম।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন