সরি বললেই ক্ষমা!
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনকে ক্ষমা করবেন আইসিসির সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে সেটা তখনই ঘটবে, যখন শ্রীনিবাসন তাকে ফোন করে ‘সরি’ বলবেন।
এমনটাই জানিয়েছেন মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘শ্রীনির বিষয়ে আমার যা বলার তা অনেক বলেছি। তার সম্পর্কে বা আইসিসি সম্পর্কে আমি আর কিছু বলব না। আমি বিসিসিআইয়ের কেউ নই বা আইসিসিরও কেউ নই। তার বিষয়ে আর কিছু বলতে চাই না। একজন খারাপ লোকের সঙ্গে আমিও খারাপ হতে চাই না। ভারতের টেলিগ্রাফ পত্রিকা আমাকে প্রশ্ন করেছিল শ্রীনির উপরে আমি কতটা ক্ষীপ্ত, আমি শ্রীনিকে ফোন করেছি কিনা, জানতে চেয়েছে। জবাবে বলেছি, আমার তরফ থেকে ফোন করার তো কোনো প্রশ্নই আসে না।’
ওরা জানতে চেয়েছে শ্রীনি ফোন করলে আমি তাকে ক্ষমা করব কিনা। আমি বলেছি, ‘নিশ্চয়। সে ফোন করলে আমি ক্ষমা কেন করব না? অবশ্যই ক্ষমা করব। এটা বলায় তারা অনেক খুশি হয়েছে। অন্যায় সে (শ্রীনি) করেছে। আমি মনে করি, সরি বললেই সে ক্ষমা পাবে।’
তিনি আরও যোগ করেছেন, ‘এখন ভারতীয় বোর্ড তাদের সমস্যার সমাধান করবে। আইসিসি নিজেদের সমস্যা দেখবে। আমি এসবের মধ্যে নেই।’
উল্লেখ্য, টোয়েন্টি২০ ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ফাইনাল ম্যাচ দেখতে কলকাতায় গিয়েছিলেন আ হ ম মুস্তফা কামাল। সেখানেই আনন্দবাজারকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘ওই একটি লোককে (শ্রীনিবাসন) বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করতে পারবে না। বাংলাদেশে লোককে গালাগাল দিলে একটা সময় মীরজাফরের নাম উঠত। এখন ১৭৫৭ সাল উধাও। নতুন নাম পাওয়া গেছে ২০১৫-তে। শ্রীনি। কারও ওপর কেউ প্রচণ্ড রেগে গেলে বা কারও সঙ্গে ঝগড়া হলে আমাদের দেশে লোকে এখন বলে, তুই ব্যাটা শ্রীনি! একদম কথা বলিস না।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন