সবচেয়ে সুউচ্চ ক্রিকেট স্টেডিয়াম
ক্রিকেটকে আরও উঁচুতে (উচ্চতায়) তুলতে পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতের হিমাচল প্রদেশ। ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বেশি স্টেডিয়াম এই ভারতেই।
সেই দেশেরই একটি প্রদেশে হতে যাচ্ছে সবচেয়ে সুউচ্চ ক্রিকেট স্টেডিয়াম। এটি নির্মিত হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৪৮ মিটার উঁচুতে।
হিমাচল প্রদেশের জেলা লাহুল-স্পিতিতে তৈরি হবে এই স্টেডিয়াম। স্টেডিয়াম ঘেরা থাকবে পাহাড়, হৃদ আর সুন্দর চিনাব নদী দিয়ে। জানা গেছে, নয়নাভিরাম উচ্চতার এই স্টেডিয়াম হিমাচল ক্রিকেটের ছাড়পত্রও পেয়ে গেছে।
এটা হলে ধর্মশালার পর হিমাচল প্রদেশ পেতে চলেছে আরও একটি স্টেডিয়াম। তবে কিছুটা সমস্যাও দেখা দিয়েছে। হিমাচল ক্রিকেট সংস্থার একটা অংশ এর বিরোধীতা করছে। তাদের যুক্তি, যেহেতু ধর্মশালায় একটা স্টেডিয়াম আছে তাই নতুন করে অন্য একটি স্টেডিয়ামের পেছনে টাকা খরচ না করে রাজ্যের ক্রিকেট অবকাঠামোর দিকে নজর দিলেই বরং বেশি ভালো হবে।
পৃথিবীর উচ্চতম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য কর্তৃপক্ষ চাইছে, সাধারণ মানুষের কাছে সাহায্য চাওয়ার। তারা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোডের্র (বিসিসিআই) কাছেও সাহায্য চাইবে।
সব পরিকল্পনামাফিক হলে ক্রিকেটের ২২ গজ আরও উপরে উঠতে যাচ্ছে নিশ্চিত।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন