Sports Bangla

শোকাহত ক্রিকেটাররা

শোকাহত ক্রিকেটাররা

শোকাহত ক্রিকেটাররা
নভেম্বর 28
10:31 2014

A-League Rd 8 - Melbourne v Adelaideফিলিপ হিউজের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া৷ হিউজকে হারিয়ে মাইকেল ক্লার্ক-ডেভিড ওয়ার্নাররা বাকরুদ্ধ৷ এই অবস্থায় ভারতে বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলার মতো মানসিক অবস্থায় নেই ক্লার্ক অ্যান্ড কোং৷ফলে বৃহস্পতিবার ব্রিসবেনে খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ অ্যালান বর্ডারের মতো প্রাক্তন অজি অধিনায়ক চাইছেন নির্ধারিত সময়ই খেলা হোক৷কিন্তু অনেকেই আবার প্রথম টেস্ট পিছিয়ে দেয়ার পক্ষপাতী৷

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্য কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলছেন, ‘আমরা এ ব্যাপারে ক্রিকেটারদের সঙ্গে এখনও কোনো আলোচনায় বসিনি৷ প্রথম টেস্ট নিয়ে কথা বলার মতো মানসিক জায়গায় নেই ওরা৷ টেস্ট শুরু হতে এখনও দিন সাতেক সময় আছে হাতে৷ এখনই তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে আসতে চাই না৷ যদিও ভারতের সঙ্গে এব্যাপারে প্রতিনিয়তই কথা হচ্ছে আমাদের৷ ওরা যে ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তা অভাবনীয়৷ ক্রিকেটাররা মানসিক ভাবে প্রস্তত হওয়ার পরেই মাঠে নামবে৷নির্ধারিত প্রথম টেস্ট হলেও, দু’দল সম্পূর্ণ ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামবে৷ সত্যি বলতে আমাদের ক্রিকেটাররা এখনও হিউজের শোকে আচ্ছন্ন৷’

হিউজের মৃত্যুতে শোকে মাতম গোটা বিশ্ব। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সতীর্থসহ বিশ্ব ক্রিকেটের সঙ্গে জড়িত সবাই। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ একদিনের ম্যাচে হিউজের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করেছেন দুই দলের ক্রিকেটাররা।

স্বাগতিক ও অতিথি দলের ক্রিকেটাররা সবাই ডানহাতে কালো আর্মব্যান্ড লাগিয়ে মাঠে নেমেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছে চতুর্থ ম্যাচটি। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার শারজাহ টেস্টের দ্বিতীয় দিনে তার শোকে বিহ্বল হয়ে খেলা থেকে বিরত থেকেছে দুই দল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ইতোমধ্যে ২৭ নভেম্বরকে ক্রিকেটের শোক দিবস হিসেবে ঘোষণা করেছে।

Phillip Hughes- mirpur

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১