শোয়েবে কৃতজ্ঞ শামি
মার্চ ০৯
০৪:১৮ ২০১৫
ছন্দ ফিরে পাওয়ার জন্য শোয়েব আখতারের প্রতি কৃতজ্ঞ ভারতের পেসার মোহাম্মদ শামি। ভারতের এনডিটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের বোলিং ছন্দ ফিরে পাওয়া সম্পর্কে মোহাম্মদ শামি বলেন, পাকিস্তানের সাবেক স্পিডস্টার তাকে রান-আপ কমিয়ে বল করার জন্য পরামর্শ দিয়েছেন, যার ফলে তার বোলিংয়ের গতি বৃদ্ধি পেয়েছে।
ভারতের এনডিটিভি’কে মোহাম্মদ শামি বলেন, ‘রান-আপে পরিবর্তন আনার ফলে ইদানিং আমার বোলিংয়ে গতি বৃদ্ধি পেয়েছে। আমি এটি চালিয়ে যেতে চাই এবং এর দ্বারা লাভবান হতে চাই। সম্প্রতি শোয়েব ভাইয়ের সঙ্গে আমি বোলিং নিয়ে কথা বলেছি, তিনি আমাকে রান আপ কমিয়ে বল করার পরামর্শ দেন। আমি তার পরামর্শ মতো কাজ করেছি এবং তার প্রতিফলও পেয়েছি।’
চলতি বিশ্বকাপের ৩ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি। ভারতের হয়ে আর কোনো বোলার এই বিশ্বকাপে এতো উইকেট পাননি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন