Sports Bangla

শুমাখারের জন্য ১০০ কোটির হাসপাতাল

শুমাখারের জন্য ১০০ কোটির হাসপাতাল

শুমাখারের জন্য ১০০ কোটির হাসপাতাল
এপ্রিল 01
09:59 2014

 

সাতবারের ফর্মূলা ওয়ান চ্যাম্পিয়ন স্বামীর চিকিৎসার জন্য বাড়িতেই ১০০ কোটি টাকার (এক কোটি ইউরো) হাসপাতাল তৈরি করেছেন মাইকেল শুমাখারের স্ত্রী কোরিনা।

স্কি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর গত তিন মাস ধরে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি শুমাখার। এখনও কোমায় রয়েছেন কিংবদন্তি ফর্মূলা ওয়ান ড্রাইভার। তাই শুমাখারকে তাঁদের সুইজারল্যান্ডের বাড়িতে এনে চিকিৎসা করাতে চান স্ত্রী কোরিনা।

চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেন তিনি। ইতিমধ্যেই চিকিৎসকরা জানিয়ে দিয়েছে,ন কোমা থেকে শুমাখারের বেরিয়ে আসার সম্ভাবনা খুব কম। তাই বাড়িতে ১০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক হাসপাতাল তৈরি করে সেখানেই স্বামীর চিকিৎসা করাতে চান তার স্ত্রী।

গত বছর ২৯ ডিসেম্বর ফ্রান্সের আল্পস পর্বতে স্কি করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন শুমাখার। স্থানীয় একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চললেও গত তিন মাসে অবস্থার উন্নতি হয়নি।Schumacher-311x186

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

আগস্ট ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১