Sports Bangla

শুভ জন্মদিন মেসি

শুভ জন্মদিন মেসি

শুভ জন্মদিন মেসি
জুন ২৪
০৮:৩৭ ২০১৫

Explore1বিশ্ব ‍ফুটবলের নন্দিত তারকা লিওনেল মেসি বুধবার ২৮ বছরে পা দিয়েছেন। আর্জেন্টিনার লা রোজারিওতে ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন মেসি। ছোটকালে বিরলতম গ্রোথ হরমোনের অভাবে ভোগার কারণে খাটো হয়েছিলেন। পরে বার্সেলোনার লা মাসিয়ায় ভর্তি এবং বার্সার চিকিৎসায় বদলে যায় মেসির জীবন। সে থেকে একটানা খেলে যাচ্ছেন কাতালান ক্লাবটির হয়ে। বার্সা সিনিয়র দলের হয়ে ৪৮২ ম্যাচ খেলে গোল করেছেন ৪১২টি।

আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১০০ ম্যাচ। গোল করেছেন ৪৬টি। জিতেছেন ৭টি লা লিগা, তিনটি কোপা ডেল রে, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি ক্লাব বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে কিছু জিততে না পারলেও ২০১৪ বিশ্বকাপের ফাইনালিস্ট ছিলেন মেসিরা।

ambiagroupজন্মদিনে মেসির প্রতি ভক্তদেরও আবদার বলুন আর দাবি বলুন- কোনটার কমতি নেই। ট্যুইটার-ফেসবুকে সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি ভক্ত শুভেচ্ছা জানাচ্ছেন মেসিকে। শুভেচ্ছা জানাতে গিয়ে তারা এও দাবি করছে, ‘কোপা আমেরিকা জিতে প্রমাণ করুন দেশের হয়েও ট্রফি জিততে পারেন।’ এক ভক্ত লিখেছেন, ‘এবারেও জিতে নিন ব্যালন ডি’অর। তা হলে রোনালদো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে।’

এক ভক্ত হয়তো মেসির গাড়িরও কম ভক্ত নয়। এ কারণেই তিনি লিখেছেন, ‘আপনার আটটা গাড়ি আছে। এবার একটা নতুন মডেলের রোলস রয়েস ফ্যান্টম বা ল্যাম্বোর্গিনি হারাকান হয়ে যাক।’ মেসির ছেলে থিয়াগো ফুটবলার বানানোর আকুতি উঠে এলো একজনের কণ্ঠে, ‘ছোট্ট থিয়াগোকে লা মাসিয়াতে ভর্তি করে দিন। বার্সা জুনিয়র টিমে যাতে জুনিয়র মেসিকে শিগগির দেখা যায়।’

গত মৌসুমে বার্সার হয়ে দারুণ একটি বছর পার করেছেন মেসি। ক্লাবের হয়ে জিতেছেন ট্রেবল। এ ছাড়া বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে চার বার ফিফা ব্যালন ডি’ওর জিতেছেন তিনি। শুধু ফুটবল নয়, ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন মেসি।

Kwality

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২০
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০