আন্তর্জাতিক একাউন্টেন্ট ফার্ম ডেলোয়েটের গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইউরোপের সবচেয়ে সফল দল রিয়ালের ২০১৩-১৪ বর্ষে আয় ছিল ৫৪ কোটি ৯৫ লাখ ইউরো।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের আয়ের দিক থেকে এবার উন্নতি হয়েছে। গত বছর কোনো শিরোপা না জিতলেও ‘অর্থের লিগে’ রানার্সআপ হয় তারা।
আগেরবার চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের গত বছরের আয় ৫১ কোটি ৮০ লাখ ইউরো।
তৃতীয় অবস্থানেই আছে বায়ার্ন মিউনিখ। জার্মানির বুন্দেসলিগা জয়ী ক্লাবটির আয় হয় ৪৮ কোটি ৭৫ লাখ ইউরো। ২০১২-১৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের দল বার্সেলোনা ৪৮ কোটি ৪৬ লাখ ইউরো আয় নিয়ে আছে চতুর্থ স্থানে।
তালিকার পঞ্চম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, লিভারপুল, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।
ধনী ক্লাবের তালিকায় শীর্ষ ২০ ক্লাবের মধ্যে মূলত ইংলিশ ক্লাবগুলোরই আধিক্য। শীর্ষ দশ তালিকায় ৫ ইংলিশ ক্লাবের অবস্থানের পাশাপাশি পরবর্তী ১০ ক্লাবের তালিকায় রয়েছে আরও ৩টি ইংলিশ ক্লাব। এগুলো হলো-টটেনহ্যাম (১৩তম), নিউক্যাসল ইউনাইটেড (১৯তম) এবং এভারটন (২০তম)।
সবচেয়ে ধনী ১০ ফুটবল ক্লাব:
১. রিয়াল মাদ্রিদ (স্পেন) ৫৪ কোটি ৯৫ লাখ ইউরো
২. ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড) ৫১ কোটি ৮০ লাখ ইউরো
৩. বায়ার্ন মিউনিখ (জার্মানি) ৪৮ কোটি ৭৫ লাখ ইউরো
৪. বার্সেলোনা (স্পেন) ৪৮ কোটি ৪৬ লাখ ইউরো
৫. পিএসজি (ফ্রান্স) ৪৭ কোটি ৪২ লাখ ইউরো
৬. ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড) ৪১ কোটি ৪৪ লাখ ইউরো
৭. চেলসি (ইংল্যান্ড) ৩৮ কোটি ৭৯ লাখ ইউরো
৮. আর্সেনাল (ইংল্যান্ড) ৩৫ কোটি ৯৩ লাখ ইউরো
৯. লিভারপুল (ইংল্যান্ড) ৩০ কোটি ৫৯ লাখ ইউরো
১০. জুভেন্টাস (ইতালি) ২৭ কোটি ৯৪ লাখ ইউরো।

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন