শিশিরের জন্মদিনে সাকিবের আয়োজন
স্ত্রীকে কতটুকু ভালোবাসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সেটা বারবারই প্রমান দিয়েছেন তিনি। এবার আবারও দিলেন। স্ত্রীর জন্মদিনে সাকিবের আয়োজন দেখলে যে কারও ঈর্ষা লেগে যাওয়ার কথা।
স্ত্রী শিশিরের কততম জন্মদিন ছিল সেটা জানাননি। তবে কী আয়োজন করেছেন সেটাই একটা ছবিতে বেশ প্রকাশ পেয়েছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে বড় কোন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সাকিব। অতিথিদের দেওয়া উপহার সামনে নিয়েই ছবিটি তুললেন তিনি। সাথে তো অবশ্যই স্ত্রী শিশির ছিল।
কালো শ্যুট-টাইয়ের সঙ্গে সাদা শার্ট। স্ত্রী শিশিরের গায়ে কমলা রঙয়ের জামা আর অলংকারে সুসজ্জিত। এই হলো শিশিরে-সাকিবের নিজেদের অবস্থা।
তো! জন্মদিনে স্ত্রীকে কি উপহার দিয়েছেন সাকিব? সেটা জানাননি। শুধু নিজের ফেসবুক পেইজে এটা লিখেছেন, ‘বিশ্বের সবার কাছে আমি “নাম্বার ওয়ান” হতে পারি, তবে আমার কাছে তুমি সবসময়ই নাম্বার ওয়ান।’
নিজেকে স্ত্রীর কাছে সমর্পনের পর শুভেচ্ছা তো থাকবেই। সাকিব লেখেন, ‘শিশির, তোমার জন্মদিনে রইলো শুভেচ্ছা! ধন্যবাদ আমার পাশে আমার ভালো এবং খারাপ সময় থাকবার জন্য।’
শিশিরকে পেয়ে যে সাকিব নিজেকে কতটুকু ভাগ্যবান মনে করে সেটাও লিখলেন তিনি, ‘তোমার মত একজন সহধর্মিনীকে পেয়ে আমি আসলেও নিজেকে ভাগ্যবান মনে করি!- সাকিব।’
ফেসবুকে চারঘন্টায় সাকিবের এই স্ট্যটাসে লাইক পড়েছে প্রায় দেড়লাখ। মন্তব্য প্রায় ৫ হাজার। আর শেয়ার এক হাজারের কাছাকাছি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন