Sports Bangla

লিটনের প্রশংসায় দুই অধিনায়ক!

লিটনের প্রশংসায় দুই অধিনায়ক!

লিটনের প্রশংসায় দুই অধিনায়ক!
জুন 14
15:19 2015

Explore1অভিষেক হওয়ার অনেক আগে থেকেই পাদপ্রদীপের আলোয় ছিলেন দিনাজপুরের ছেলে লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও ব্যাট এবং গ্লাভস হাতে মাঠে নামা হয়নি লিটনের। শেষ অব্দি ভারতের বিপক্ষে টেস্ট ক্যাপ পড়ার সৌভাগ্য হয়েছে তার। অভিষেক ম্যাচে শুরুটা ভাল করলেও ইনিংসটাকে বড় করতে পারেননি তিনি। এরপরও ম্যাচ শেষে নিজ দলের অধিনায়ক ও ভারতীয় দলের অধিনায়কের প্রশংসায় ভেসেছেন লিটন।

লিটন কুমার দাস তার অভিষেক টেস্টে ৪৪ রানের ইনিংস খেলেছেন। ৪৫ বলে ৮ চার ও ১ ছয়ে লিটন এই স্কোর গড়েছেন। রবিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম ও বিরাট কোহলি লিটন কুমার দাসের ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন।

লিটনের ভূয়সী প্রশংসা করে মুশফিক বলেন, ‘ওর প্রথম ম্যাচ তাই কিছুটা নার্ভাস ছিল। আশা করছি যত খেলবে তত শিখবে। আমি মনে করি লিটন অনেক অনেক বছর বাংলাদেশের হয়ে খেলে যাবে।’

ambiagroupতিনি আরও যোগ করেন, ‘লিটনের শটগুলো তার এরিয়ার মধ্যেই ছিল। অফস্পিনের বিপরীতে যেভাবে খেলে সেভাবেই খেলেছিল লিটন। ও (লিটন) সাধারণত ঘরোয়া ক্রিকেটে এভাবেই খেলে। হয়তো একটু সময় নিয়ে খেলতে পারলে ইনিংসটা লম্বা হতে পারত। আমাদের ৭ নম্বরে যদি একজন আক্রমণাত্মক খেলোয়াড় পাই, যে কি না ১১০ বলে ১২০ রান করতে পারে; তবে এর চেয়ে অ্যাটাকিং অপশন আর কি হতে পারে? এ ছাড়া অনেক সময় ৭ নম্বরে নেমে টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে ব্যাটিং করতে হয়।’

এদিকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও লিটনের প্রশংসা করে বলেন, ‘লিটন খুব প্রতিভাবান ক্রিকেটার। সে ক্যারিয়ারের প্রথম ম্যাচে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছে, তা আন্তর্জাতিক ক্রিকেটে তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে। এই আত্মবিশ্বাস তাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। তার শুধু প্রয়োজন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা। এটা অর্জন হয়ে গেলেই অনেকদূর যাবে এই ক্রিকেটার।’

ওয়ানডেতে বাংলাদেশ দল ক্রিকেট বিশ্বে একটি জায়গা করে নিলেও টেস্টে সেভাবে এখনও পরিপূর্ণ দল হয়ে উঠতে পারেনি টাইগাররা। ফতুল্লা টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কোহলি বলেন, ‘তারা ওয়ানডেতে অনেক ভাল দলে পরিণত হয়েছে, কারণ অনেক বেশি খেলে। আমার মনে হয় টেস্ট নিয়মিত বেশি খেললে এখানেও তারা অনেক ভাল দলে পরিণত হবে। তাদের দলে ভাল কিছু স্পিনার আছেন, ভাল কয়েকজন ব্যাটসম্যান আছেন। এরপরও কেন টেস্টে ভাল করতে পারছে না জানিনা। কিন্তু ওয়ানডেতে তারা সম্প্রতি পাকিস্তানকে পরাজিত করেছে। তাই আমরা ওয়ানডে সিরিজে ভাল প্রতিদ্বন্দ্বিতা আশা করছি।’

Kwality

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১