Sports Bangla

রোনালদোর ছেলে মেসির ভক্ত!

রোনালদোর ছেলে মেসির ভক্ত!

রোনালদোর ছেলে মেসির ভক্ত!
জানুয়ারি ১৪
১৩:১৫ ২০১৫

royal-magnum_bigবর্তমান ফুটবল বিশ্বে মেসি-রোনালদো মানেই যেন উত্তেজনা। মাঠে কিংবা বাইরে দুজনই প্রবল প্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ দুই ক্লাব বার্সা ও রিয়ালের কারণে দু’জনের মধ্যে বৈরিতা চরমে। তবে জানেননি কি, রোনালদোর ছেলে মেসির খুব ভক্ত!

হ্যাঁ, এই সত্যিটা জানালেন স্বয়ং রোনালদো। জুরিখে ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানে বাবার সঙ্গে উপস্থিত ছিল ক্রিশ্চিয়ানো জুনিয়র। চোখের সামনে দেখেছে টানা দ্বিতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অর জেতা বাবা রোনালদোর উচ্ছ্বাস। স্টেজে বাবার সঙ্গে মাইক্রোফেনে কথা বলার চেষ্টাও করেছে সে।

তবে এই আলো ঝলমলে অনুষ্ঠানে মেসির সঙ্গে দেখা করার সুযোগ হাতছাড়া করেনি সেই পুচকে। এক ফাঁকে সোজা চলে যায় মেসির কাছে। মেসিও বেশ স্নেহভরে আদর করেন রোনালদোর ছেলেকে। মাথায় হাত বুলিয়ে দেন। দু’জনের মধ্যে কথাও হয় কিছুক্ষণ। সেখানে উপস্থিত ছিলেন রোনালদোও। পরে জানা যায়, মেসির সঙ্গে সাক্ষাৎ করাতে নিজ পুত্রকে নাকি উদ্বুব্ধও করেছিলেন তিনি।

দু’জনের এই সাক্ষাতের ভিডিও পরে পোস্ট করেছে ফিফা ডটকম। পরে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, ‘আমার ছেলে মেসির দারুণ ভক্ত। অনলাইনে সে মেসির খেলার ভিডিও দেখে এবং প্রশংসায় মেতে ওঠে।’

Ambia all

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২০
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০