রোনাল্ডোর বান্ধবীর সঙ্গে ব্ল্যাটার!
বিশ্বজোড়া বিতর্কের মধ্যেই ফিফা প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সেপ ব্ল্যাটার। গত ২৯ মে পঞ্চমবারের জন্য ফিফা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ব্লাটার। আর তার মাত্র তিন দিনের মধ্যেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি৷ আর্থিক দুর্নীতিতে তার নাম জড়িয়েছে৷
কিন্তু এবার নারী কেলেঙ্কারিতেও জড়ালেন প্রাক্তন প্রেসিডেন্ট৷ এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে স্পেনের প্রথমসারির দৈনিক ‘এল মুন্ডো’৷ জানা যাচ্ছে বছর ৭৯-র ব্লাটারের জীবনে একাধিক নারী এসেছে৷ হাঁটুর বয়সি মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বহুবার৷
এল মুন্ডোর বিস্ফোরক রিপোর্টে জানা যাচ্ছে যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক্স ইরিনা শায়েকের সঙ্গেও নাকী ব্লাটারের সম্পর্ক ছিল৷ এমনকী, ব্লাটারের কুনজর থেকে বাদ পড়েননি ব্লাটারের মেয়ের বান্ধবীও৷ পেশায় ডলফিন ট্রেনার সেই নারীর সঙ্গেও রোম্যান্স করার সুযোগ খুঁজেছিলেন ব্লাটার৷চরিত্রগত দিক থেকে ব্লাটার ঠিক এতটাই খারাপ৷ এসবই বলছে এল মুন্ডোর রিপোর্ট৷
২০১৪-এ সুইজারল্যান্ডের এক সমাজকর্মী লিন্ডার সঙ্গে সম্পর্ক হয় ব্লাটারের৷ সুইস মিডিয়াতে প্রচারিত হয় ব্লাটারই নাকি তার গার্লফ্রেন্ড৷ কিন্তু লিন্ডার স্বামী ক্রিস্টিয়ান জানান যে ব্লাটার ও লিন্ডা তারা শুধুই ভালো বন্ধু৷
সদ্যই প্রিন্স চার্লসের একটি পার্টিতে ব্লাটার ও ইরিনা শায়েক নিমন্ত্রিত ছিলেন৷ সেখানেই ইরিনা-ব্লাটার ইস্যু নিয়ে কথাবার্তা শুরু হয়৷ তখনই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল৷ স্পেনের অন্য একটি দৈনিকে ব্লাটার সম্বন্ধে বলা হচ্ছে ‘এক টাক মাথার বেঁটে-খাটো বুড়ো, সবসময় তার হাঁটুর বয়সি মেয়েদেরকেই খোঁজেন৷’
জানা যাচ্ছে হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গেই ডেট করছেন ইরিনা৷ তাহলে ব্লাটার কীভাবে চলে এলেন? পাঁচ বছরের প্রেম করার পর বিশ্বাসঘাতকতার অভিযোগেই সিআর সেভেন কে ছেড়েছিলেন ইরিনা৷ এখন দেখা যাচ্ছে ইরিনাও ধোওয়া তুলসী পাতা নন৷
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন