রেফারিকে হত্যা
মার্চ ১৬
১৫:৫৯ ২০১৫
রাগের মাথায় রেফারিকে হত্যা করলেন এক ফুটবলার৷ খেলার মাঠে হারিয়ে গেল ‘স্পোটিং স্পিরিট’৷ এমনই বিষ্ময়কর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিচিগান ইউনাইটেড সকার লিগের ম্যাচে৷
ম্যাচ চলাকালীন বাসেন সাড নামে এই ফুটবলার দ্বিতীয়বার ফাউল করায় রেফারি জন বেনিউইজ তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান৷ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার নির্দেশ পেলে তা কিছুতেই মেনে নিতে পারেননি সাড৷ রেগে গিয়ে রেফারির মুখে ঘুসি মারেন তিনি৷ গুরুতর চোট পেয়ে অচেতন অবস্থায় মাঠে লুটিয়ে পড়েন ৪৪ বর্ষীয় রেফারি৷ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে মারা যান তিনি।
সাডের বিরুদ্ধে মামলা করা হলে আদালত তাকে কমপক্ষে ৮ বছরের কারাবাসের নির্দেশ দেয়৷ ভারতীয় অর্থে আনুমানিক ৫ লক্ষ্য ৭৫ হাজার টাকা জরিমানাও হয় সাডের৷
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন