রেফারিকেও শাস্তি
ফেব্রুয়ারি ০৫
০৩:৩৯ ২০১৫
আফ্রিকান নেশনস কাপের এক রেফারিকে বাজেভাবে ম্যাচ পরিচালনার জন্য নিষিদ্ধ করেছে মহাদেশটির ফুটবল কনফেডারেশনস (সিএএফ)।
আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার-ফাইনালে তিউনিসিয়া ও বিষুবীয় গিনির ম্যাচটিতে রেফারি জান্দ্রেপ্রসাদ সিচুর্ন খেলোয়াড়দের সঠিকভাবে সামাল দিতে পারেননি বলে জানায় সিএএফ।
ম্যাচের যোগ করা সময়ে সিচুর্ন বিষুবীয় গিনিকে একটি পেনাল্টি দেন। এই পেনাল্টি থেকে গোলেই ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে তারা।
ম্যাচ শেষে তিউনিসার কর্মকর্তারা রেফারির মুখোমুখি হন। এই কারণে তাদের ফেডারেশনকে ৫০ হাজার ডলার জরিমানা করে সিএএফ। সঙ্গে রেফারিকেও শাস্তি দিতে ছাড়েনি তারা।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন