রেকর্ড গড়ে সিটিতে ব্রুইন

আগস্ট ৩১
১৪:০৯ ২০১৫
জার্মানির ক্লাব ভলফসবুর্গ থেকে কেভিন ডি ব্রুইনকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটি ট্রান্সফার ফির ক্লাব রেকর্ড গড়েছে। ব্রুইনকে কিনতে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ হয়েছে ২০১৩-১৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের। এর আগে সিটির সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন রাহিম স্টার্লিং। এই মৌসুমেই লিভারপুল থেকে তাকে দলে ভেড়াতে ৪ কোটি ৯০ লাখ পাউন্ড খরচ করে ক্লাবটি। ২০১৪ সালে চেলসি থেকে ভলফসবুর্গে নাম লেখানো ব্রুইনের সঙ্গে সিটির চুক্তি ছয় বছরের।
ব্রুইনের ট্রান্সফার ফি ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ইপিএলে ট্রান্সফার ফির রেকর্ডটি গত বছর গড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদ থেকে আনহেল দি মারিয়াকে দলে টানতে ৫ কোটি ৯৭ লাখ পাউন্ড খরচ করেছিল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন