রুনি ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা

আগের ম্যাচেই স্পর্শ করেন দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডধারীকে। তিন দিন বাদে ছাড়িয়ে গেলেন পূর্বসূরি স্যার ববি চার্লটনকেও। নতুন ইতিহাস গড়লেন ওয়েন রুনি, হয়ে গেলেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। দলের সেরা তারকার এমন কীর্তি গড়ার দিনে ইংল্যান্ডও পেয়েছে সহজ জয়, ইউরো বাছাইয়ে সুইজারল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে রয় হজসনের দল।
বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২-০ গোলে জেতে স্বাগতিক ইংল্যান্ড। গত সেপ্টেম্বরে প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল তারা।
গত শনিবার স্যান ম্যারিনোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোর মূল পর্ব নিশ্চিত করা ইংল্যান্ডকে এদিন অবশ্য গোল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে সাফল্য পায়নি ইংলিশরা। পরে ৬৭তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। ম্যারিনোর বিপক্ষেও গোল করেছিলেন তিনি। এরপর ৮৪তম মিনিটে আসে রুনির রেকর্ড গড়া গোল। অতিথি মিডফিল্ডার গ্রানিত জাকা নিজেদের ডি বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। তা থেকেই ইতিহাস রচনা করেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রুনি।
জাতীয় দলের হয়ে রুনির এটা ৫০তম গোল। ইংল্যান্ডের সর্বোচ্চ আগের রেকর্ডধারী ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য চার্লটনের গোল ৪৯টি।
এই জয়ে বাছাইপর্বে নিজেদের অপরাজিত রূপ ধরে রাখল ইংল্যান্ড। আট ম্যাচে তাদের পয়েন্ট হলো ২৪। ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের পয়েন্ট ১৫। অন্য ম্যাচে এস্তোনিয়াকে একমাত্র গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে স্লোভেনিয়া। দুই পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে এস্তোনিয়া।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন