রিয়ালকে হারিয়ে শিরোপা বায়ার্নের

রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট আউডি কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার ফাইনালে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন দলের পক্ষে একমাত্র গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি। ৮৮তম মিনিটে দগলাস কস্তার ফ্রি কিক থেকে পাওয়া বল লক্ষ্যে পৌঁছে দেন এই পোলিশ স্ট্রাইকার।
দলের সেরা তিন তারকা রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে ছাড়াই খেলতে নামে রিয়াল। ফলে রাফায়েল বেনিতেসের দলের আক্রমণের চেনা ধার ছিল না।
প্রতিপক্ষ দলে সেরা তারকাদের অনুপস্থিতির সুযোগে নিজেদের মাঠে প্রথমার্ধে আধিপত্য ধরে রাখে বায়ার্ন। কিন্তু গোলের দেখা পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় পেপ গার্দিওলার শিষ্যদের।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে রিয়াল আর ইতালির দল এসি মিলানের বিপক্ষে জিতে এই আসরের ফাইনালে ওঠে স্বাগতিকরা। এ দিনেই হওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন