রাজনীতিতে আগ্রহী নই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে তার ‘ক্লিন ইন্ডিয়া মিশন’-এ অংশগ্রহণে বৃহস্পতিবার রাজি হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তবে রাজনীতিতে যোগ দানের গুঞ্জনকে অস্বীকার করেছেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে টেলিফোনে একটি বেসরকারি টেলিভিশনকে গাঙ্গুলি বলেন, “এটি একটি মহৎ উদ্যোগ। আমাকে কী করতে হবে? দেশে ফেরার পর আমি জানব এবং সে অনুযায়ী কাজ করবো।”
ভারতের সাবেক এ অধিনায়ক বলেন, “ভারত একটি বড় দেশ এবং বিশাল জনসংখ্যার কারণে সেখানে অনেক সমস্যা আছে। স্বাস্থ্য-বিধিটা খুবই গুরুত্বপূর্ণ।”
তবে রাজনীতিতে যোগদানের গুজব অস্বীকার করে এ লিজেন্ডারি ক্রিকেটার বলেন, “আমি আগেও বলেছি রাজনীতিতে আমি আগ্রহী নই।”
মোদি তার ক্লিন ইন্ডিয়া মিশনের জন্য বৃহস্পতিবার পুলিশের সাবেক কর্মকর্তা কিরন বেদি, গাঙ্গুলি, সোনাল মানসিং এবং মুম্বাইর বিখ্যাত দেবালয়াসহ আরো বেশ কিছু ব্যক্তিকে মনোনীত করেছেন।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন