Sports Bangla

যৌনকর্মীর বিনিময়ে রেফারি!

যৌনকর্মীর বিনিময়ে রেফারি!

যৌনকর্মীর বিনিময়ে রেফারি!
জানুয়ারী 18
13:03 2015

royal-magnum_bigএ এক অভিনব ম্যাচ ফিক্সিং! কোনো খেলোয়াড় কেনাবেচনা নয়, কোনো অর্থের বিনিময়ও নেই সেখানে। ম্যাচ জেতার জন্য একেবারে রেফারিকেই হাত করে নেয়া। তাও আবার যৌনকর্মীর বিনিময়ে। হ্যাঁ, সিঙ্গাপুরে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে।

শুক্রবার সিঙ্গাপুরের উচ্চ আদালত দেশটির বিশিষ্ট ব্যবসায়ী এরিক ডাংকে পাঁচ বছরের দণ্ডাদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ- লেবাননের তিন রেফারিকে যৌনকর্মী সরবরাহ করে ম্যাচ ফিক্সিং করার চেষ্টা করেছেন তিনি।

আলোড়ন তোলা এই মামলার কেসটি রিভিউ করে উচ্চ আদালতের বিচারক বলেন, ‘স্থানীয় নাইট ক্লাবের মালিক ডাংয়ের জন্য তিন বছরের জেল পর্যাপ্ত নয়। সেজন্য আমরা তার শাস্তির মেয়াদকে আরো দুই বছর বর্ধিত করছি। আর এর মাধ্যমে সিঙ্গাপুরের খেলাধুলায় ম্যাচ গড়াপেটাকারীদের একটা বার্তাও দিতে চাই আমরা।’

৩২ বছর বয়সী ডিং গেল বছর দোষী সাব্যস্ত হয়ে জেলহাজতে নিক্ষিপ্ত হন। যিনি ২০১৩ সালে এশিয়ান কনফেডারেশনস কাপ চলাকালীন সময়ে তিন লেবাননিজ রেফারিকে যৌনকর্মী সরবরাহ করে ম্যাচে প্রভাব রাখতে চেয়েছিলেন।

Ambia all

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১