ম্যাচ শুরু হতেই গোল

ম্যাচ শুরু হতে না হতেই বায়ার্ন মিউনিখের জালে বল জড়ালেন হফেনহাইমের ফরোয়ার্ড কেভিন ভোলান্ড। এই গোলে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ডও স্পর্শ করেন জার্মানির এই খেলোয়াড়। গত মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৯ সেকেন্ডের মাথায় রেকর্ড গড়া গোলটি করেছিলেন বায়ার লেভারকুজেনের ফরোয়ার্ড করিম বেলারাবি। ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে জিতেছিল লেভারকুজেন।
ঘরের মাঠে শনিবার প্রতিপক্ষের ডিফেন্ডার ডাভিড আলাবার ভুলে বল পেয়ে যান ভোলান্ড। আর তা থেকেই রেকর্ড ছোঁয়া গোলটি করেন তিনি। বায়ার্নের কিছু বুঝে ওঠার আগেই ম্যাচে এগিয়ে গেলেও কোনো অঘটন ঘটাতে পারেনি হফেনহাইম। প্রথমার্ধের ৪১তম মিনিটে টমাস মুলারের গোলে সমতায় ফেরে বায়ার্ন। আর দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে রবের্ত লেভানদোভস্কির গোলে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেয় গতবারের চ্যাম্পিয়নরা।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন