মোমের মেসি
নিউ ইয়র্কের বিখ্যাত মাদাম তুসো যাদুঘরে এবার স্থান পেয়েছে বার্সেলোনা সুপার স্টার মেসির মোমের মূর্তি। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের পাশাপাশি এখন থেকে মেসি সমর্থকরা এই যাদুঘরে গিয়ে তাদের প্রিয় খেলোয়াড়কে এক নজড় দেখে নিতে পারবে, ছবি তোলারও সুযোগ পাবে।
গত বছর অনুষ্ঠিত ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টাইন এই তারকা খেলোয়াড়ের একটি এ্যাকশনের আদলে মূর্তিটি বানানো হয়েছে। পুরো ভাস্কর্যটি শেষ হতে প্রায় চার মাস সময় লেগেছে। মোম দিয়ে মেসিকে নিখুঁত করে ফুটিয়ে তুলতে তার ফটো এবং ভিডিও রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে।
যাদুঘরে বিশেষ একটি স্পোর্টিং সেকশনের গ্যালারিতে মেসির এই মূর্তি স্থাপন করা হয়েছে। যেখানে আগে থেকেই আছে টেনিস সুপার স্টার সেরেনা উইলিয়ামস এবং বক্সিং আইকন মোহাম্মদ আলীর মূর্তি। নিজেদের ট্রেডমার্ক স্টাইলের আদলে মূর্তিগুলো তৈরি করা হয়েছে। মেসির মোমের মূর্তি নেদারল্যান্ডসের আমস্টারডাম, চীনের বেইজিং ও উহান আর জাপানের টোকিওতেও আছে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন