মেসি মুক্ত

কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পেলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মেসিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। তবে দুই বছর আগে স্প্যানিশ কর কর্তৃপক্ষের করা এই মামলায় মেসির বাবা জর্জ মেসি রেহাই পাচ্ছেন না। দোষী সাব্যস্ত হলে তাকে ১৮ মাসের জেল ও দুই মিলিয়ন ইউরো জরিমানা দেওয়া লাগতে পারে।
মেসি ও তার বাবার বিরুদ্ধে প্রায় ৪ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। যেখানে দেখা যায় ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে মেসির বাবা বেলিজ কয়েকটি কোম্পানির মাধ্যমে তার ছেলের উপার্জিত অর্থে কর ফাঁকি দিয়েছেন।
মেসির আইনজীবীরা যুক্তি দিয়েছেন, খেলোয়াড়রা কখনো চুক্তি সম্পর্কে জানার বা বিশ্লেষণের সময় পায় না। তাই স্পেনের হাইকোর্ট অভিমত দেয় যে, অর্থ সংক্রান্ত বিষয়ে মেসির জানার সুযোগ ছিল না। যা তার বাবাই ব্যবস্থাপনা করেছে। যে কারণে শুনানি শেষে আদালত মেসিকে কর ফাঁকি মামলা থেকে মুক্তি দেয়।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন