Sports Bangla

মেসিকে সম্মান জানালো এলএফপি

মেসিকে সম্মান জানালো এলএফপি

মেসিকে সম্মান জানালো এলএফপি
জানুয়ারী 12
04:00 2015

royal-magnum_bigগেল নভেম্বরে সেভিয়ার বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিকের সুরভিতে অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেলমো জারার ২৫১ গোলের মাইলফলক ভেঙ্গে ফেলায় বার্সেলোনার আর্জেন্টাইন হটসেশন লিওনেল মেসিকে সম্মান জানালো স্প্যানিশ লা লিগা (এলএফপি)।

রোববার ন্যু ক্যাম্পে স্প্যানিশ লিগের খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শুরুর আগ এমএলটেনের হাতে একটি স্মারক তুলে দেয়া। যা স্মিতহাস্যে দর্শকদের সামনে উচিয়ে ধরেন বার্সা প্রাণভোমরা।

প্রসঙ্গত, ১৯৫৫ সালে বিলবাওয়ের হয়ে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলের কীর্তি গড়েছিলেন জারা। গেল বছরের ২২ নভেম্বরে ৫৯ বছর বাদে ওই নজির ভেঙে ফেলেন মেসি। আর অনন্য এই কীর্তির জন্যই অ্যাটলেটিকো ম্যাচে সম্মান জানানো হলো মেসিকে।

 

Ambia all

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১