মৃত্যুর মুখে হিউজ
শেফিল্ড শিল্ড ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ব্যাটিং করার সময় বাউন্সারের আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি অস্ট্রেলীয় ব্যাটসম্যান ফিল হিউজেস।
মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খালা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।
শন অ্যাবটের একটি ফাস্ট ডেলিভারি হুক শট মারতে গিয়েই বলটি ফস্কে সোজা হিউজেস-এর হেলমেটে লাগে। পিচে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকার পর পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দিয়ে তার প্রাথমিক চিকিৎসা করা হয় মাঠেই। অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়, হিউজেসকে সঙ্কটজনক অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা এখনও সঙ্কটজনক। তার মাথার স্ক্যান করা হয়েছে। অস্ত্রোপচারও করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আগামী ২৪-৪৮ ঘণ্টা হিউজেসকে পর্যবেক্ষণে রাখা হবে।
ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তার খেলার প্রবল সম্ভাবনা ছিল। তার আগে এই ধরনের মর্মান্তিক ঘটনায় গোটা ক্রিকেট দুনিয়া উদ্বিগ্ন। হিউজেসের দ্রুত সুস্থতা কামনা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিইও বলেন, “হিউজেস এবং তার পরিবারের পাশে বোর্ড রয়েছে। এমাদের এখন প্রথম কর্তব্য তাকে দ্রুত সুস্থ করে তোলা।”
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশেজ সিরিজেসহ ২৬টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন ২৫ বছর বয়সী হিউজ।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন