মারুফুল হকের শাস্তি প্রত্যাহার
ডিসেম্বর ২৪
১৪:১৬ ২০১৪
শেখ জামাল কোচ মারুফুল হকের শাস্তি মওকুফ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।
গত আগস্টে পেশাদার লিগ কমিটির বিরুদ্ধে অভিযোগ করে নিষিদ্ধ হন মারুফুল হক। শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ থাকাকালীন সময় পেশাদার লিগ কমিটির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন তিনি। তাতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে নিষিদ্ধ করেছিল বাফুফে।
পরবর্তীতে গত সেপ্টেম্বর মাসে মারুফুল হকের আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা কমিয়ে ছয় মাস করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘মারুফুল হকের আবেদনের প্রেক্ষিতে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন