মাঠে ফিরেছেন শন অ্যাবট
কঠিন সময় পেছনে ফেলে ক্রিকেট মাঠে ফিরেছেন শন অ্যাবট। নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডের মঙ্গলবারের ম্যাচটিও খেলতে পারেন অস্ট্রেলিয়ার এই পেসার।
সিডনি ক্রিকেট মাঠে কুইন্সল্যান্ডের বিপক্ষে চার দিনের ম্যাচটি খেলবে নিউ সাউথ ওয়েলস। এ মাঠে গত ২৫ নভেম্বর অ্যাবটের দেয়া বাউন্সারে আঘাত পেয়েছিলেন ফিলিপ হিউস; মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দুই দিন পরে তিনি মারা যান।
হিউসের মৃত্যুতে মানসিকভাবে মুষড়ে পড়েন ২২ বছর বয়সী অ্যাবট। অস্ট্রেলিয়ার এই পেসারকে ওই পরিস্থিতি থেকে বের করে আনার জন্যই শেফিল্ড শিল্ডের ম্যাচের ১২ জনের দলে তাকে রাখার কথা জানান নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক মইজেস হেনরিক।
সোমবার নিউ সাউথ ওয়েলসের সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেন অ্যাবট।
তবে ১২ জনের দলে থাকলেও শেষ পর্যন্ত অ্যাবট এই ম্যাচে খেলবেন কিনা, তা নিশ্চিত করেনি নিউ সাউথ ওয়েলস। মঙ্গলবার সকালে সেরা একাদশ ঠিক করা হবে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন