মঈন খানকে সরিয়ে ম্যানেজার চিমা!
মঈন খানকে সরিয়ে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা নাভিদ চিমাকে আগামী বছরের বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের ম্যানেজার নিয়োগ দিয়েছে।
২০১১-২০১৩ সাল পর্যন্ত পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার ৬০ বছর বয়সী চিমা বর্তমানে পাঞ্জাব প্রদেশের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পিসিবি জানিয়েছে, প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করায় এবং একই সঙ্গে দুই পদে থাকার নিয়ম না থাকায় মঈনকে ম্যানেজার পদ ছেড়ে দিতে হয়েছে।
পিসিবির দেয়া বিবৃতিতে জানানো হয়, ‘মঈন প্রধান নির্বাচক হিসেবে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন।’
ফেব্রুয়ারি ১৪ থেকে মার্চ ২৯ পর্যন্ত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আগামী ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে দুই ম্যাচের ওয়ানডে সিরিজেও পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন চিমা।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান মঈনের সেবার প্রশংসা করেন। মঈন বলেন, ‘এক সঙ্গে দুই পদে থাকতে না পারার বিষয়টি মেনে নিয়েছেন।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন