ভারতের নেতৃত্বে কোহলি
মহেন্দ্র সিং ধোনি চোট থেকে সেরে না ওঠায় অ্যাডিলেইড টেস্টে ভারত দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি।
বৃদ্ধাঙ্গুলের চোটে ভুগছেন ভারতের নিয়মিত অধিনায়ক ধোনি। প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব দেয়ার দায়িত্বটা নিজের মতো করে পালন করতে চান ২৬ বছর বয়সী কোহলি, “ব্যক্তিগতভাবে, যেভাবে আমার মন চাইবে সেভাবেই কাজ করবো। আমি আমার যেভাবে মনে হবে সেভাবে ফিল্ডিং সাজাবো। তাই কিছু ব্যাপার আপনারা যেভাবে দেখে অভ্যস্ত, এবার তার ব্যতিক্রম আপনারা হয়তো দেখতে পারেন।”
প্রথম টেস্টটি হওয়ার কথা ছিল ব্রিসবেনে। কিন্তু বলের আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউসের মৃত্যু এবং পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে ম্যাচটি পিছিয়ে যায়। অ্যাডিলেইডের ম্যাচটাকে আগের সূচি থেকে তিন দিন এগিয়ে এনে এটাকে প্রথম টেস্ট হিসেবে ধরা হচ্ছে।
টেস্ট দলে কোহলি প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেলেও, নেতৃত্বে তিনি নতুন নন। গত মাসে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজ কোহলির নেতৃত্বে ৫-০ ব্যবধানে জেতে ভারত।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন