Sports Bangla

বয়স ১০, জয় ১১০!

বয়স ১০, জয় ১১০!

বয়স ১০, জয় ১১০!
জুলাই ২০
০৭:০২ ২০১৫
Exploreবয়স মাত্র ১০। এর মধ্যেই শুভমের জেতা হয়ে গিয়েছে ১১০-রও বেশি টুর্নামেন্ট। গত বৃহস্পতিবার আইএমজি অ্যাকাডেমি জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড গড়ল শুভম জগলান। হরিয়ানার প্রত্যন্ত গ্রামের এক ছেলে প্রমাণ করল, অধ্যবসায় থাকলে যেকোনো বাধা অতিক্রম করা যায়।
শুভমের প্রশিক্ষক ননিতা লাল কুরেশি জানাচ্ছেন, এক সময় দিল্লি-সহ গোটা দেশের যেকোনো জুনিয়র গল্ফ প্রতিযোগিতায় একটা নাম সকলের উপরেই তিনি বারবার দেখতে পেতেন। সেটা ছিল শুভম জগলান। রীতিমতো অবাকই হতেন। তিনি বলেন, ‘আমি অবাক হয়ে যেতাম, প্রতিবার এই ছেলেটাই জেতে কী করে! আমি ওর খোঁজখবর করা শুরু করি। কিন্তু কেউই ওর সম্পর্কে কোনও হদিশ দিতে পারছিল না। অবশেষে হরিয়ানার এক প্রত্যন্ত গ্রাম ইসরানায় গিয়ে ওর খোঁজ পাই।’
Milestone-wedding-1-main colorগ্রামের সামান্য পরিবার থেকে উঠে এসেছে শুভম। বাবা দুধ বিক্রেতা ছিলেন। সেই ছেলের গল্ফের প্রতি এমন আগ্রহ তৈরি হলো কোথা থেকে? শুভমের কাছ থেকেই এই তথ্য পাওয়া গেল। সে জানায়, ইসরানায় এক প্রবাসী ভারতীয় একটি ছোট গল্ফ কোর্স বানিয়ে গ্রামের ছেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তবে মাস খানেকের মধ্যেই বেশিরভাগ ছেলেমেয়েরাই গল্ফের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। প্রশিক্ষকও চাকরি ছেড়ে চলে যান অন্যত্র। তবে যাওয়ার আগে তিনি শুভমের বাড়িতে গিয়ে কয়েকটি গল্ফ ক্লাবস রেখে আসেন এবং তার বাবাকে জানান, শুভমের মধ্যে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। সঠিক প্রশিক্ষণ এবং পরিবেশ পেলে সে সোনা ফলাতে পারে।
গ্রামের খেতেই সে অনুশীলন করত। এর পাশাপাশি ইউটিউব দেখে দেখে শট নেওয়া শিখেছে। দিল্লির অর্জুন বিজয়ী গল্ফার অমিত লুথরার সান্নিধ্যে আসার পর তার জীবনে বড় পরিবর্তন ঘটে। অমিত শুভমের বাবাকে অনুরোধ করেন, শুভমের ভালোর জন্যই তাকে গ্রাম ছেড়ে দিল্লিতে এসে থাকতে হবে। শুভমের যখন ৭ বছর বয়স, তখনই সে প্রায় ১০০টি বিভিন্ন প্রতিযোগিতা জিতে ফেলেছে। এর পর বাকিটা ইতিহাস। টাইগার উডস, গ্যারি প্লেয়ারের ভক্ত শুভম সত্যিই সোনা ফলাতে শুরু করেছে। ননিতার কথায়, ‘আমি নিশ্চিত, শুভম ভবিষ্যতে ওর পছন্দের খেলোয়াড়দের মতো একই সরণিতে হাঁটবে।’
Ambia 1

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

ডিসেম্বর ২০২০
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১