বেলিসের ছোঁয়ায় পাল্টে যাবে ইংল্যান্ড
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন ট্রেভর বেলিস। তখন নাইটদের বোলিং দেখ-ভালের দায়িত্বে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। কলকাতাকে দুইবার আইপিএলের শিরোপা জেতানো ট্রেভর বেলিস এখন ইংল্যান্ডের কোচ। আইপিএলের সুবাদে বেলিসকে তাই খুব কাছ থেকেই দেখেছেন ওয়াসিম আকরাম। তার বিশ্বাস, বেলিসের ছোঁয়ায় পাল্টে যাবে ইংলিশ ক্রিকেট টিম।
আকরাম মনে করছেন, ইংল্যান্ড দলে বেলিসের উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলবে। তার বিশ্বাস ইংলিশরা এর সুফল পাবে আসছে অ্যাশেজ সিরিজেই। আকরাম বলেন, ‘বেলিস কোচিংটাকে খুব সহজভাবে নেয়। তার কোচিংয়ের ধরণ অন্যরকম। আমি নিশ্চিত বেলিসের শ্রীলংকা এবং নিউ সাউথ ওয়েলসের অভিজ্ঞতা অ্যাশেজে ইংল্যান্ডকে দারুণভাবে সাহায্য করবে।’
১০৪ টেস্ট খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ আকরাম বলছেন, বেলিসের ছোঁয়ায় ইংলিশদের মানসিকতাই পাল্টে যাবে, ‘আমি নিশ্চিত ও (বেলিস) ইংল্যান্ড দলে ইতিবাচক মানসিকতা তৈরি করবে। আর অস্ট্রেলিয়া আক্রমণাত্মক ক্রিকেট খেলে। এটাই অ্যাশেজকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। নিশ্চিত করেই বলতে পারি, অ্যাশেজ একতরফা হবে না।’
শেষবার অ্যাশেজ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া আধিপত্য বিস্তার করে। পাঁচ টেস্টের একটি ম্যাচও জিততে পারেনি ইংল্যান্ড। এবারও অ্যাশেজের আগে দারুণ ফর্মে আছে মাইকেল ক্লার্কের দল। আকরাম বলেন, ‘কোনও সন্দেহ নেই, অস্ট্রেলিয়া ফেবারিট হিসেবে শুরু করবে। কারণ তাদের ১৪৫ কি.মি. গতিতে বল করে এমন বোলার রয়েছে।’
কার্ডিফে অ্যাশেজ সিরিজ শুরু হবে ৮ জুলাই থেকে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন