বিয়ে করলেন সিদ্দিকুর
জানুয়ারি ২১
০৯:১২ ২০১৫
একের পর এক শিরোপা জিতে এগিয়ে চলেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। সেই সাথে জীবনের গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেললেন এই গলফার। নতুন সংসার শুরু করতে যাচ্ছেন।
মঙ্গলবার বিয়ে করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী এই গলফার। জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন সামাউন আনজুম অরনীকে।
কুর্মিটোলা গলফ ক্লাবে জাঁকজমকপূর্ণভাবে বিয়ের কাজ সম্পন্ন করেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুরের বাবা আফজাল হোসেন জানান, পাত্রীর আনজুম অরনীর বাড়ি কুষ্টিয়া জেলায়। ঢাকার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী।
চোট কাটিয়ে ফেরার পর সিদ্দিকুর ২০১৫ সালের শুরুতেই জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতেন। এরপর সামিট ওপেনের শিরোপাও জয় করেন তিনি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন